অষ্টম শ্রেণীর ভূগোল। পৃথিবীর গতিসমূহ। Class Unit Test Question paper 2024
পৃথিবীর গতিসমূহ Unit Test
Full Marks - 30 , Time - 1 hour's
A) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১
১) ‘অরোরা অস্ট্রালিস’ কোথায় দেখা যায়?
২) আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয়— এই সুত্রটি কে আবিষ্কার করেন?
৩) 25 ডিসেম্বর ‘বড়োদিন’ -এ দক্ষিণ গোলার্ধে গরম না ঠাণ্ডা?
৪) পৃথিবীর আবর্তন গতি না থাকলে কত দিন অন্তর কোনো স্থানে পৃথিবীতে জোয়ারভাটা হত?
৫) ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়?
B) যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ২
১) সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
২) নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হয় কেন?
৩) নরওয়েকে নিশীথ সূর্যের দেশ কেন বলে?
৪) ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন?
৫) পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন?
৬) 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কী বলা হয়? দিগন্ত রেখা কাকে বলে?
C) নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ৫
১) প্রতি চার বছর অন্তর বছরে একদিন অতিরিক্ত হয় কেন?
অথবা,
কীভাবে কোরিওলিস প্রভাব বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো।
২) উপযুক্ত চিত্রসহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো।
অথবা,
পৃথিবীর বার্ষিক গতির ফলাফল সচিত্র ব্যাখ্যা করো।
৩) আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য ।
Post a Comment