banner

প্রাইমারি টেট ডিসেম্বরে, ঘোষণা পর্ষদের ! দেখে নিন যোগ্যতা, আবেদন পদ্ধতি, সিলেবাস সহ আবেদনের ফি

প্রাইমারি টেট ডিসেম্বরে, ঘোষণা পর্ষদের । প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষকতার জন্য প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলছে চলতি বছরের ডিসেম্বর মাসে।

খেয়াল রাখবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার থেকে বিএড প্রার্থীরা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র ডি.এল.এড প্রার্থীরাই আবেদন করতে পারবেন।আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর, ২০২৩ 

আবেদনের ওয়েবসাইট: wbbprimaryeducation.org

পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিটিই-র নির্দেশিকা মেনে এবছর অর্থাৎ ২০২৩-এ টেট হবে ১০ ডিসেম্বর, রবিবার। 

পরীক্ষা পদ্ধতি (Exam Pattern):

পরীক্ষার সিলেবাস ও ফরম্যাটে কোনও পরিবর্তন নেই। পরীক্ষা হবে ১৫০ নম্বরের এবং সময় থাকবে দেড় ঘণ্টা। বিষয়সূচি (Syllabus ):

(১) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন (৩০ নম্বর); 

(২) প্রথম ভাষা ( যে ভাষার স্কুলে আবেদন করছেন, তা অর্থাৎ, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া ও তেলুগুর মধ্যে যে কোনও একটি, ৩০ নম্বর); 

(৩) দ্বিতীয় ভাষা (সকলের জন্যই ইংরেজি, ৩০ নম্বর); 

(৪) গণিত (৩০ নম্বর) এবং 

(৫) পরিবেশ বিজ্ঞান (৩০ নম্বর)। 

                  MCQ type এর প্রশ্ন থাকবে। কালো বল পয়েন্ট পেন দিয়ে ওএমআর শিটে উত্তর চিহ্নিত করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং ভুল উত্তরের জন্য কোনও নেগেটিভ মার্কিং নেই। তবে পাশ মার্ক থাকছে ১৫০ নম্বরের মধ্যে কমপক্ষে ৬০%, সংরক্ষিত শ্রেণিভুক্তরা ৫% (অর্থাৎ, ৫৫% বা কমপক্ষে ৮২.৫ নম্বর) ছাড় পাবেন। টেট উত্তীর্ণদের শূন্যপদের নিরিখে পর্ষদ ইন্টারভিউয়ের জন্য ডাকবে।

আবেদন পদ্ধতি: 

https://wbbprimaryeducation. org ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাচ্ছে। শেষ তারিখ ৪ অক্টোবর। অনলাইন আবেদনের জন্য প্রাথমিক প্রার্থীদের একটি বৈধ ই- মেল আইডি এবং বৈধ মোবাইল নম্বর থাকতে হবে। 

প্রয়োজনীয় নথি:

 পাসপোর্ট রঙিন ছবি, স্বাক্ষর, মাধ্যমিকের অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পরিচয় পত্র, ডিএড/ ডিএলএড ইত্যাদির শংসাপত্র।

পরীক্ষার ফি:

 ৫০০ টাকা (ওবিসিদের ক্ষেত্রে ৪০০ এবং তফসিলি, প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫০ টাকা) রাখা হয়েছে।

👉প্রতিনিয়ত নতুন নতুন চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন Click here

👉 সবার আগে চাকরি ও পড়াশোনার খবরের জন্য আমাদের YouTube channel এ যুক্ত হতে পারেন Click here



কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.