২০২৪ শিক্ষাবর্ষে রাজ্যে শুরু হল বিনামূল্যে সরকারি নার্সিং প্রবেশিকার ক্লাস, দেখুন আবেদন পদ্ধতি
২০২৪ শিক্ষাবর্ষে রাজ্যে শুরু হল বিনামূল্যে সরকারি নার্সিং প্রবেশিকার ক্লাস, দেখুন আবেদন পদ্ধতি
সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হল বিনামূল্যে সরকারি নার্সিং পরীক্ষা বা প্রবেশিকা প্রস্তুতির ক্লাস। West Bengal joint entrance examination board এর Under এ এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা ভালো রেঙ্ক করলে কাউন্সিলিং প্রক্রিয়ায় মেলে সরকারি কলেজে GNM ANM পড়ার সুযোগ। ইতিমধ্যে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম কাউন্সিলিং শেষ, শীঘ্রই শুরু হবে দ্বিতীয় কাউন্সিলিং। এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের বহু ছাত্র-ছাত্রী সরকারি ভাবে নার্সিং পড়ার সুযোগ পাচ্ছে এবং স্বপ্ন পুরনের পথে এগিয়ে যাচ্ছেন।
পশ্চিম মেদিনীপুরের অরাজনৈতিক বেসরকারি সমাজসেবী সংগঠন 'মাতৃ ফাউন্ডেশন' সুযোগ দিচ্ছে বিনামূল্যে সরকারি নার্সিং প্রবেশিকা পরীক্ষা প্রস্তুতির ক্লাস, যেখানে গ্রাম থেকে শহরের প্রত্যেকটি ছেলে মেয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন এই সংস্থা। সূত্রের খবর গত ২ বছর ধরে নার্সিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি করিয়ে আসছে এই সংস্থা। বর্তমানে শুধু মাত্র GNM ANM প্রস্তুতির ক্লাস শুরু করলেও ভবিষ্যতে অন্যান্য পরীক্ষা প্রস্তুতির ক্লাস শুরু করবেন বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে সংস্থার তরফ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে GNM ANM কোর্সে প্রবেশিকা পরীক্ষা প্রস্তুতির ক্লাসের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, চলবে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত। ক্লাস শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই।
সুযোগ সুবিধা :
*No Monthly fees required (মাসে কোন টিউশন ফিজ নেই)
*Subject wise Experienced teachers (অধ্যায়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন)
*Weekly 4 classes (প্রতি সপ্তাহে চারটি করে ক্লাসের সুবিধা)
*Online Classes are available (বাড়িতে বসে অনলাইন ক্লাসের সুবিধা)
*Recorded Class (রেকর্ডিং ক্লাসের সুবিধা)
*Monthly Free Mock test (প্রতিমাসে ফ্রি মক টেস্ট)
*Special Doubt clearing session (স্পেশাল ডাউট ক্লিয়ারিং সেশান)
*Subject wise pdf (বিষয়ভিত্তক নোটস)
*ছেলে মেয়ে উভয়েই এই সুবিধা গ্রহণ করতে পারবে।
এছাড়া থাকছে সংস্থার তরফ থেকে আরো অনেক হিডেন সুবিধা।
সাধারণ মানদণ্ড :
বয়স: ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: সর্বনিম্ন ৪০ শতাংশ নম্বর নিয়ে যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
আসন সংখ্যা: মাত্র ৫০ টি।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে পারবেন অনলাইনে। www.matrifoundation.in website এ গিয়ে GNM ANM Section এ ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য:
কোন আবেদন মূল্য বা মাসিক টিউশন ফি নেই। শুধুমাত্র রয়েছে রেজিস্ট্রেশন ফি মাত্র ৩৯৯ টাকা। তবে আপনারা বর্তমানে Discount offer ১৯৯ টাকা তে পুরো কোর্স টি পেয়ে যাবেন। অফার চলবে ১৫ ই অক্টোবর পর্যন্ত।
নাম নথি ভুক্তকরণের জন্য www.matrifoundation.in বা https://www.matrifoundation.in/gnmanm-preparation ওয়েবসাইটে গিয়ে নামটি নথিভুক্ত করুন।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন এই নাম্বরে: 6294501919
চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন:Click here
আমাদের YouTube channel এ যুক্ত হতে ক্লিক করুন Click here
Post a Comment