banner

কাগজ ধীরে ধীরে হলদে হয়ে যায় কেন? Education India

কাগজ ধীরে ধীরে হলদে হয়ে যায় কেন?

পুরোনো কাগজ বা বইপত্র খুললেই দেখা যায়, কাগজগুলো হালকা হলুদ হয়ে গেছে। কিন্তু কারণ কী? জানলে অবাক হয়ে যাবেন।

কাগজ এমন কয়েকটি উপাদান (মূলত সেলুলোজ ও লিগনিন) দিয়ে বানানো হয়, যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই হলুদ রঙের হয়ে যায়।

লিগনিন কেন মেশানো হয় ?

লিগনিন  দৃঢ়তা  প্রদান করে, সঙ্গে কাঠকে শক্ত ও মজবুত করে।

সেলুলোজ কেন মেশানো হয়?

সেলুলোজ বর্ণহীন। এটি আলো প্রতিফলিত করায় কাগজের রং সাধারণত সাদা রঙের দেখায়।

লিগনিন ও সেলুলোজ, জারণ প্রক্রিয়ায় অতিরিক্ত অক্সিজেন অণু গ্রহণ করে যার ফলে অণুগুলো লিগনিন পলিমারের গঠন বদলে দেয়। এবং কিছুটা পরিমানে হলুদ বর্ণ ধারণ করে।

লিগনিনের পরিমাণ যত বেশি থাকবে,তত দ্রুত কাগজ হলুদ বর্ণ ধারণ করবে। কম দামির কাগজে লিগনিনের পরিমাণ কম থাকায় দ্রুত হলুদ বর্ণ ধারণ করে বেশি দামের কাগজের থেকে।


এই রকম তথ্য সমৃদ্ধ আরব খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇👇👇👇👇👇

1 টি মন্তব্য:

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.