রাজ্যপালের শ্লীলতাহানি কাণ্ড, বড় পদক্ষেপ লালবাজারের
রাজ্যপালের শ্লীলতাহানি কাণ্ড, বড় পদক্ষেপ লালবাজারের
রাজ্যপালের শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। সেই অভিযোগেই রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করল লালবাজার। সূত্রের খবর, রাজভবনের ৩ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ বদল হবে না WBCS Syllabus, পরীক্ষা জুলাই এ
Read more 👈👈👈
লালবাজার সূত্রে খবর, ওই ৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ ও বলপূর্বক আটকে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে। এঁদেরকে হাজিরা দিতে হবে। না হলে আটক করা হতে পারে।
Post a Comment