banner

বেস্ট ফটোগ্রাফি কনটেস্ট এ উপহার পেয়ে আপ্লুত ঝড়গ্রামের দেবলীনা, মেদিনীপুরের সায়ন্তন ও উত্তর দিনাজপুরের রাজু দাস

উপহার পেয়ে আপ্লুত ঝড়গ্রামের দেবলীনা, মেদিনীপুরের সায়ন্তন ও উত্তর দিনাজপুরের রাজু দাস


নিজস্ব প্রতিবেদন : 'থেমে না থাকার প্রতিশ্রুতি যার,সেই তো লক্ষ্যে পৌঁছোয় বারবার' - শ্রুতি কথাটা যেন সত্যি করে দিলো আবারও পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম খাজরা'র অরাজনৈতিক বেসরকারি সমাজসেবী সংস্থা 'মাতৃ ফাউন্ডেশন ' । সম্পূর্ণ ছাত্র ছাত্রী দ্বারা পরিচালিত মাত্র দু বছরের এই সংস্থাটি আজ পর্যন্ত প্রায় ১০০ টা'র ও বেশি সমাজ সেবা মূলক ও সংস্কৃতি মূলক কাজ করে আসছে, তার'ই মধ্যে 'বেস্ট ফটোগ্রাফি কনটেস্ট' একটি অন্যতম সংস্কৃতিক উন্নয়ন মূলক কাজ, যার দ্বারা প্রতিযোগীরা তাদের কর্মদক্ষতার মূল্যায়ন করার সুযোগ পায়।

মাতৃ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২২ সালের ডিসেম্বর মাসে অনলাইনে 'বেস্ট ফটোগ্রাফি কনটেস্ট' এর আয়োজন করা হয়। যেখানে প্রায় ৫০ জনের বেশি প্রতিযোগীরা অংশগ্রহণ করে। কনটেস্টের ফলাফল বেরোয় ২০২৩ সালের জানুয়ারি মাসে। 

'বেস্ট ফটোগ্রাফি কনটেস্ট' এ সকল প্রতিযোগীর মধ্যে ১০২ জনের ভোটিং মেজরিটির মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা দেবলীনা পানিগ্রাহী ও দ্বিতীয় স্থান অধিকার করেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বাসিন্দা সায়ন্তন মন্ডল। তৃতীয় স্থান অধিকার করেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা রাজু দাস।


আজ মেদিনীপুরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে শংসাপত্র, মেমেন্টো সহ উপহার সামগ্রী তুলে দেন মাতৃ ফাউন্ডেশনের অন্যতম সদস্যা অন্বেষা ঘোষ, সদস্য শ্রীবাস জানা ও সাগর ডুবে। 
উনারা বলেন 'মাতৃ ফাউন্ডেশন একটি সমাজসেবা মূলক সংস্থা, প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছে। ছোট-বড় বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নমূলক ও পরিষেবা মূলক কাজ করে থাকে। আজ আমরা বেস্ট ফটোগ্রাফি কনটেস্ট প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দিতে পেরে আনন্দিত।'

অন্যদিকে, দেবলীনা ও সায়ন্তন বলেন, মাতৃ ফাউন্ডেশন এইরকম একটি কর্মসূচীকে সাধুবাদ জানাই। আমরা আপ্লুত ও আনন্দিত কর্মসূচিতে অংশগ্রহণ ও সমস্ত প্রতিযোগীর মধ্যে একটা স্থান অর্জন করতে পেরে। তৃতীয় স্থান অর্জন কারী রাজু দাস বলেন, " ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমি আপ্লুত ও আনন্দিত এই রকম একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। চেষ্টা করব প্রতিটা সময় ফাউন্ডেশনের পাশে থাকার" 



        মানুষের মুখে আজ যার নাম, সেটাই হল মাতৃ ফাউন্ডেশন। বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে  আসছে এই সংস্থা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আবারও অনেক কর্মসূচি নেওয়া হবে মানুষের স্বার্থে। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সর্বদা কর্মব্যস্ত মাতৃ ফাউন্ডেশন।

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.