ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষার দিন বদল, পরীক্ষার ডেট জানাল পি.এস.সি.
ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষার দিন বদল, পরীক্ষার ডেট জানাল পি.এস.সি.:
পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের ২০২৩ সালের ডব্লু.বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা ৫ নভেম্বর হওয়ার সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন পি.এস.সি.'র এক মুখপাত্র।
অক্টোবর- নভেম্বরে পুজোর ছুটি থাকার জন্য কোনো স্কুলেই প্রয়োজনীয় ইনভিজিলেটর পাওয়া যাচ্ছে না, তাই ৫ নভেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানান পি.এস.সি. তবে ১৬ ডিসেম্বর পি.এস.সি. এই পরীক্ষা নিতে চায়, সেইমতো রাজ্যের সব জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। জানানো হয়েছে, খুব শীঘ্রই পি.এস.সি এর ওয়েবসাইটে পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হবে।
Post a Comment