জেলা স্বাস্থ্য দফতরে ১৩৯ নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ | Education India
জেলা স্বাস্থ্য দফতরে ১৩৯ নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গের সব সরকারি ডিপার্টমেন্টের থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নিয়মিত নিয়োগ হয়ে থাকে। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ব্লক ডাটা ম্যানেজার, স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA) পদে ১৩৯ জন ছেলেমেয়ে নিয়োগ করতে চলেছে ।
কারা কোন পদের জন্য যোগ্য :
ষ্টাফ নার্স (২):
জি.এন.এম. কোর্স বি.এসসি. নার্সিং কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা, ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। পারিশ্রমিক ২৫০০০ টাকা। নিয়োগ করা হবে আসানসোল ও দুর্গাপুর এম.সি - তে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট:
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ.এন.এম বা জি.এন. এম কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন। পারিশ্রমিক থাকছে ১৩ হাজার টাকা।
ব্লক ডাটা ম্যানেজার:
যে কোনো শাখায় গ্র্যাজুয়েট'রা আবেদন করতে পারবেন। সঙ্গে থাকতে হবে কম্পিউটারের ওপরে এক বছরের ডিপ্লোমা কোর্স। অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বেতন শুরু হচ্ছে ২০ হাজার টাকা থেকে।
কাউন্সিলর:
গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তবে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট এর উপরে ডিগ্রি থাকতে হবে। পারিশ্রমিক থাকছে ২০ হাজার টাকা।
ল্যাবরেটরি টেকনিশিয়ান:
ফিজিক্স ক্যামেস্ট্রি বায়োলজি অংক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাসরা যদি মেডিকেল ল্যাব টেকনোলজির ওপর ডিপ্লোমা কোর্স পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বেতন থাকছে মাসে ২২ হাজার টাকা।
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার :
লাইফ সাইন্সের ওপর বিএসসি কোর্স থাকলে এবং যদি ম্যানেজমেন্টের ওপর post graduate degree থাকে বা ডিপ্লোমা কোর্স করা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। বেতন থাকছে ৩৫ হাজার টাকা।
গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি পোস্ট এর ক্ষেত্রে তফসিলি ও ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন। দরখাস্তের শেষ তারিখ ১৫ই অক্টোবর। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পরীক্ষার ফি বাবদ লাগছে জেনারেলদের ১০০ টাকা অন্যান্যদের ৫০ টাকা ।
বিস্তারিত জানতে www.wbhealth.gov.in ওয়েবসাইট ভিজিট করুন।
Post a Comment