বি.এড কলেজগুলিতে 'তোলা' নেয়ার অভিযোগ, বিস্ফোরক ছাত্রছাত্রীরা
বি.এড কলেজগুলিতে 'তোলা' নেয়ার অভিযোগ, বিস্ফোরক ছাত্রছাত্রীরা
সম্প্রতি বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে বি.এড দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার নোটিশ ও পরীক্ষার ফি জমা দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছেন। তারই মাঝে উঠে এলো বেসরকারি বি.এড কলেজগুলির তোলা নেওয়ার অভিযোগ।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের অনেক বিএড কলেজ পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত টাকা নিচ্ছে। যেই বিষয়টি ছাত্র-ছাত্রী থেকে আমজনতা ভালোভাবে মেনে নেননি, এমনকি কেউ কেউ 'তোলা' নেওয়ার সঙ্গেও তুলনা করেছেন।
জানা গিয়েছে BSAEU যেখানে ৮০০ টাকা পরীক্ষার ফি নেওয়ার কথা ঘোষণা করেছে, সেখানে অনেক কলেজ ১০০০ টাকা,১২০০ টাকা পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ।
অধিকাংশ বি.এড ছাত্র ছাত্রীরা বলেন, " কলেজগুলো অতিরিক্ত টাকা নেয় বিভিন্ন ক্ষেত্রে। প্রতিটি ক্ষেত্রেই টাকা আর টাকা।" এমনও অভিযোগ এসেছে, টাকা দিতে দেরি হলে অনেকসময় Admit বা প্রয়োজনীয় নথিও দিতে সমস্যা করে কলেজ কর্তৃপক্ষ।
ছাত্র ছাত্রীরা এই বিষয়ে ঊদ্ধর্তন কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রীর কাছে আর্জি জানানোর কথা জানাবে বলে বলেছেন। ছাত্র ছাত্রীরা আরও বলেন ইউনিভার্সিটি থেকে নির্ধারিত টাকা নিলে কোন অসুবিধা নেই, অতিরিক্ত টাকা যেন না নেয়।
বিভিন্ন চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন Click here
সবার প্রথমে চাকরি ও পড়াশোনার খবর পাওয়ার জন্য আমাদের YouTube channel এ যুক্ত হতে পারেন Click here
Post a Comment