banner

উচ্চ শিক্ষায় স্কলারশিপের সুযোগ 2023-24 শিক্ষাবর্ষে, ঘোষনা সামাজিক ন্যায় ও ক্ষমতা প্রদান দপ্তরের

উচ্চ শিক্ষায় স্কলারশিপের সুযোগ 2023-24 শিক্ষাবর্ষে, ঘোষনা সামাজিক ন্যায় ও ক্ষমতা প্রদান দপ্তরের


সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতা প্রদান মন্ত্রকের তরফ থেকে একটি স্কলারশিপ এর সূচনা করা হয়েছে উচ্চ শিক্ষার উদ্দেশ্য।

সামাজিক ন্যায় ও ক্ষমতা প্রদান মন্ত্রক ভারত সরকার ৬৯ লক্ষ স্কলারশিপ তফসিলি জাতিভুক্ত পড়ুয়াদের উচ্চশিক্ষা জারি রাখতে 2023-24 শিক্ষাবর্ষে পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ স্কিম চালু করল। আশা করা যাচ্ছে, বহু ছাত্র-ছাত্রী স্কলারশিপ এর সুবিধা নিতে পারবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে।

যোগ্যতা

১) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

২) যে কোন স্বীকৃত কলেজ/স্কুলের কোর্সের পড়ুয়ারা এই সুবিধা গ্রহণ করতে পারবে।

৩) ভারতের দরিদ্র তম পরিবার গুলির শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারবে।

স্কলারশিপের পরিমাণ: 

১) বার্ষিক ২৫০০ থেকে ১৩৫০০ টাকা শিক্ষাগত ভাতা।

২) দিব্যাঙ্গ (বিশেষরূপে সক্ষম) পড়ুয়ার জন্য অতিরিক্ত ১০% ভাতা।

আবেদন প্রক্রিয়া:

পড়ুয়াদের নিজ নিজ রাজ্যের স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় নথি:

পড়ুয়ার একটি বৈধ মোবাইল নম্বর, আধার নম্বর (ইউআইডি), আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট আবশ্যিকরূপে থাকতে হবে।

স্কিমের নির্দেশিকা এবং বিশদ যোগ্যতামান দেখা যাবে এখানে http://socialjustice.gov.in/schemes/25

বিভিন্ন চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন Whatsapp - Click here

আমাদের YouTube channel এ যুক্ত হতে পারেন YouTube

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.