banner

স্নাতকোত্তীর্ণদের জন্য চাকরিমুখী কোর্স, উদ্যোগে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন

স্নাতকোত্তীর্ণদের জন্য চাকরিমুখী কোর্স, উদ্যোগে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হেলথ বিভাগে স্নাতকোত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের চাহিদা ক্রমশ বাড়ছে। সেই চাহিদা পূরণের জন্য, ম্যানেজমেন্টের পড়ুয়াদের পাশাপাশি, বাণিজ্য, কলা কিংবা বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাদেরও স্বাস্থ্যক্ষেত্রে কাজ করার জন্য চাকরি-মুখী কোর্স করার সুযোগ দিচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি, হাতে কলমে প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ করারও সুযোগ পাবেন।

কোর্সের মেয়াদ - ১ বছর।

যোগ্যতা - যে কোনও শাখায় স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থী।এছাড়াও কর্মরত স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।

সুযোগ - সুবিধা: স্বীকৃত চিকিৎসা প্রতিষ্ঠান কিংবা হাসপাতালে তিন মাসের ইন্টার্নশিপ করার সুযোগ। কোর্সের শেষে শংসাপত্র।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এই কোর্সটি শুধুমাত্র মহিলা প্রার্থীরাই করতে পারবেন। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারের মাধ্যমে ক্লাস করানো হবে। এক বছরের মধ্যে এই কোর্স সম্পূর্ণ হবে। 

কোর্স ফি থাকছে: প্রথম সেমেস্টারে ২৫ হাজার এবং দ্বিতীয় সেমেস্টারে ২৫ হাজার টাকা ।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মোট আসনসংখ্যা ২০টি। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর। 

৬ অক্টোবর মেধাতালিকা প্রকাশিত হবে। কোর্স ফি জমা দিতে হবে: ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে।

            প্রসঙ্গত, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানের তরফে এই কোর্সটি করানো হবে। কোর্স সংক্রান্ত বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। Whatsapp - Click here

প্রতিনিয়ত নতুন নতুন তথ্যের জন্য আমাদের YouTube channel এ যুক্ত হতে পারেন। YouTube - Click here

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.