banner

SSC (CGL)Tier II: প্রকাশিত হল এসএসসি পরীক্ষার অ্যানসার কি, কীভাবে ডাউনলোড করতে হবে জানুন

SSC Combined Graduate Level (CGL) ২ টায়ার পরীক্ষা ২০২৩। 

এবার স্টাফ সিলেকশন কমিশন এই চাকরির পরীক্ষার উত্তরসূত্র বা অ্যানসার কি প্রকাশ করেছে। প্রার্থীদের কোনও উত্তর নিয়ে সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করতে পারবেন। 

তাতে কত ফি লাগবে ?

প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে (ssc.nic.in) গিয়ে বিষয়টি দেখে নিতে পারেন। প্রার্থীরা ১ লা নভেম্বরের মধ্যে এই অ্যানসার কি ডাউনলোডও করে নিতে পারেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সুযোগ পাবেন প্রার্থীরা। কোনও প্রশ্ন চ্যালেঞ্জ করতে গেলে ১০০ টাকা করে দিতে হবে। সেই সব চ্যালেঞ্জের ভিত্তিতে এসএসসি একেবারে চূড়ান্ত অ্যানসার কি ও রেজাল্ট বের করবে। 

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.