ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৩
ন্যাশনাল স্কলারশিপ ফর পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৩
স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে পাঠরতদের স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের নীচে। বার্ষিক পারিবারিক আয় হতে হবে আড়াই লাখ টাকার নীচে। স্কলারশিপের পরিমাণ: প্রতি মাসে ১৫,০০০ টাকা। স্কলারশিপের মেয়াদ ১০ মাস ।
আবেদন করতে হবে অনলাইনে। বিশদ তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট: www.b4s.in/karma/NSPG1 (আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
(তথ্য সহায়তা: buddy study)
Post a Comment