banner

যুগান্তকারী সিদ্ধান্ত ইউজিসি-র! একইসঙ্গে দু'টি ভিন্ন কোর্স করায় অনুমোদন

যুগান্তকারী সিদ্ধান্ত ইউজিসি-র! একইসঙ্গে দু'টি ভিন্ন কোর্স করায় অনুমোদন

স্নাতক স্তরের ছাত্র ছাত্রী দের জন্য এ এক আনন্দের খবর, একইসঙ্গে স্নাতক স্তরের দু'টি ভিন্ন কোর্সে পড়াশোনা করার অনুমোদন পেল পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তে নতুন দিগন্ত খুলে গেল গ্র্যাজুয়েশন কোর্সের ছাত্রছাত্রীদের। ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নতুন এই নিয়ম কার্যকর হলে বহু পড়ুয়া উপকৃত হবেন বলেও আশা করেছেন তিনি।

তবে দু'টি কোর্সে পড়াশোনা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

১) দু'টি কোর্স সম্পূর্ণ ভিন্ন হতে হবে, অর্থাৎ কিছুতেই অন্যটির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যাবে না। 

২) পড়ুয়াকে দু'টি ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। 

৩) দু'টি পাঠ্যক্রমের ক্লাস হতে হবে আলাদা আলাদা সময়ে। 

                         এতদিন পর্যন্ত ইউজিসি, একই সময়ে দু'টি ভিন্ন পাঠ্যক্রমে পড়াশোনার অনুমতি দিত না। তবে বর্তমানে ইউজিসি-র ওয়েবসাইটে এই নিয়মের একটি নয়া বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টি পরিষ্কার করেন।

এটাও জানান, স্নাতক স্তরে পড়াশোনা করার সময় ছাত্র ছাত্রীরা চাইলে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। আরও বিস্তারিত জানার জন্য ইউজিসি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

প্রতিনিয়ত নতুন নতুন চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন Click here

আমাদের YouTube channel এ যুক্ত হতে পারেন Click here


কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.