ঝুমকলতা (Passion flower): Benefits of Jhumko Lata Flower: অনিদ্রা, কাশি, অ্যালার্জিতে কাজ করে ম্যাজিকের মতো! জানুন অতি চেনা ঝুমকোলতা ফুলের উপকারিতা | Education India
ঝুমকলতা (Passion flower): Benefits of Jhumko Lata Flower: অনিদ্রা, কাশি, অ্যালার্জিতে কাজ করে ম্যাজিকের মতো! জানুন অতি চেনা ঝুমকোলতা ফুলের উপকারিতা
সায়ন্তন মন্ডল, পশ্চিম মেদিনীপুর:
পৃথিবীর সবথেকে সুন্দর ফুল গুলোর মধ্যে একটা ফুল হলো passion flower। যাকে বাংলায় বলে 'ঝুমকলতা' । আবার অনেকে 'কৃষ্ণ কোমল' বলেও চিহ্নিত করেন। ৫০০ এরও বেশি প্রজাতি বিশিষ্ট বিভিন্ন রং এর এই ফুলটির বিজ্ঞান সম্মত নাম প্যাশিফ্লোরা (passiflora) । লাল, গোলাপী, সাদা , বেগুনি ইত্যাদি রং এর এই ফুলের গাছটি লতানো প্রকৃতির হয়। এমনকি এই ফুল থেকে একধরনের ফলও হয় যার নাম passiflora fruit।
আপনি হয়তো ভাবছেন ফল'টা কি খাদ্য যোগ্য? হ্যাঁ অবশ্যই। এমনকি আপনি চাইলে বাড়ীতেও লাগাতে পারেন।
এই ফুলের ভেষজ গুণ শুনলে আপনি চমকে উঠবেন। দৈনন্দিন দিনে এই ফুলের ভেষজ গুরুত্ব অপরিসীম।
চলুন এবার জেনে নেই passion flower (ঝুমকো লতা) এর কিছু গুনাগুন -
১. এটি ত্বকের পরিচর্যায় কাজে লাগে ।
২. Anxiety এবং depression এর ওষুধ হিসেবে কাজে লাগে।
৩. শরীর ও মনকে স্ট্রেস ফ্রী করার জন্য চা এর মত করেও এটিকে ব্যবহার করা যেতে পারে ।
৪. ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
৫. হিস্টিরিয়া, মেনোপোজ ও হাপানি রোগের ক্ষেত্রেও এই ফুল কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়।
ভেষজ গুণ বিশিষ্ট এই সুগন্ধি এই ঝুমকো লতা ফুল প্রথম পাওয়া যায় পেরুতে । তবে বর্তমানে এটি আমেরিকা , আফ্রিকা , ছাড়াও ভারতের পশ্চিমঘাট পর্বত এর নীলগিরি পাহাড়ের কিছু অঞ্চলে এবং উত্তরাঞ্চলের রাজ্য গুলোতে এই ফুল পাওয়া যায়।
Post a Comment