banner

জেলা কোর্টে বিপুল গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ শুরু, অষ্টম পাশে আবেদন করুন ২৩ জেলা থেকে – WB District Court Recruitment

জেলা কোর্টে বিপুল গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ শুরু, অষ্টম পাশে আবেদন করুন ২৩ জেলা থেকে – WB District Court Recruitment



কী কী পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে নিচে আলোচনা করা হল –


1. ইংরেজি স্টেনোগ্রাফার ( Group B)


শূন্যপদ সংখ্যা : ২ টি ( বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে)


যোগ্যতা : গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে ৮০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।


মাসিক বেতন : ৩২,১০০-৮২,৯০০ টাকা


 


2. আপার ডিভিশন ক্লার্ক


শূন্যপদ সংখ্যা : ৭ টি ( বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে)


যোগ্যতা : গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে ৪০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।


মাসিক বেতন : ২৮,৯০০-৭৪,৫০০ টাকা


 


3. লোয়ার ডিভিশন ক্লার্ক 


শূন্যপদ সংখ্যা : ৩২ টি ( বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে)


যোগ্যতা : গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে ৪০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।


মাসিক বেতন : ২২,৭০০-৫৮,৫০০ টাকা


 


4. প্রসেস সার্ভার 


শূন্যপদ সংখ্যা : ৬ টি ( বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে)


যোগ্যতা : গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাশ করতে হবে।


মাসিক বেতন : ২১,০০০-৫৪,০০০ টাকা


 


5. গ্রুপ ডি ( ফারাস /নাইট গার্ড /পিয়ন) 


শূন্যপদ সংখ্যা : ২৭ টি ( বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে)


যোগ্যতা : গুরুত্বপূর্ণ আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস ও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের মিনিটে ৮০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।


মাসিক বেতন : ১৭,০০০-৪৩,৬০০ টাকা


 


বয়স সীমা : উপরোক্ত সব পদগুলোতে আবেদন করতে বয়স ন্যূনতম থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার ছাড় দেওয়া হবে।


 


আবেদন পদ্ধতি : আগ্রহী চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।


1. অনলাইনে আবেদন করতে জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা নিচে দেওয়া আবেদনকে ক্লিক করে আবেদন করতে পারেন।


2. এরপর জরুরী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে


3. আবেদন চলাকালীন নির্দেশ মত জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে


4. এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে


 


আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে ২৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত এবং আবেদনমূল্য জমা করা যাবে ১৮ই আগস্ট পর্যন্ত। WB District Court Job Recruitment


 


নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। MCQ টেস্ট, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে পদের জন্য যে প্রক্রিয়া প্রযোজ্য সে প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। প্রত্যেক ক্যাটাগরি পদের জন্য পার্টিকুলার তারিখে পরীক্ষা নেওয়া হবে তাই একজন প্রার্থী একাধিক ক্যাটাগরির পদে আবেদন জানাতে পারেন। WB Govt Job Recruitment


 


আবেদন মূল্য : বিভিন্ন পদ ও ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে মূল্য আলাদা আলাদা তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন মূল্য সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।


 


নিয়োগের স্থান ও বিজ্ঞপ্তি প্রকাশ : রাজ্যের উত্তর দিনাজপুর জেলা কর্তৃক এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

Download notification


https://drive.google.com/file/d/1iqBaf2R29Xk-ayLaHU5XknScwcW3NLdH/view?usp=drivesdk

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.