প্রয়াত সবুজ বিপ্লবের কান্ডারি স্বামীনাথন। দেখে নিন এক নজরে কৃষি বিজ্ঞানীর শিক্ষা, চাকরিজীবন, পুরস্কার ও অবদান
প্রয়াত সবুজ বিপ্লবের কান্ডারি স্বামীনাথন। দেখে নিন এক নজরে কৃষি বিজ্ঞানীর শিক্ষা, চাকরিজীবন, পুরস্কার ও অবদান
পুরষ্কারের ডালি:
👉১৯৮৭ সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ দেওয়া হয়।
👉১৯৭১ সালে রামন মাগসাইসাই পুরস্কার।
👉১৯৮৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স অ্যাওয়ার্ড।
ফাদার অব ইকোনমিক ইকোলজি (Father of Economy Ecology) নামে পরিচিত স্বামীনাথনের জন্মগ্রহণ করেন ১৯২৫ সালের ৭ অগস্ট এবং মৃত্যু হল তামিলনাড়ুর কুম্বকোনামে।
শিক্ষা:
👉 কোয়েম্বাটুর এগ্রিকালচারাল কলেজ (তার বর্তমানে নাম তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
👉 নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (আইএআরআই) থেকে সাইটোজেনেটিকস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর পরে
👉 কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি করেন।
👉 উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল রিসার্চ।
চাকরিজীবন:
শিক্ষা জীবন শেষ করে কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই)-এ এবং পরে আইএআরআই-এ তে যোগ দেন। পরবর্তীকালে কৃষি বিজ্ঞানী স্বামিনাথান ১৯৬৬ সালে আইএআরআই-র ডিরেক্টর জেনারেলের দায়িত্ব সমলান।
শুধু তাই নয় ১৯৭৯ সালে কৃষি সেচ মন্ত্রকের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ও ১৯৮০ সালে স্বামীনাথনকে প্ল্যানিং কমিশনের সদস্য পদ গ্রহন করেন।
কৃষি বিজ্ঞানী স্বামিনাথান এর হাত ধরেই সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিতে আমুল পরিবর্তন আসে। দেশে গমের উৎপাদন বৃদ্ধি পায় এবং ভারত হয়ে ওঠে আত্মনির্ভর।
সম্মান:
তার এই কৃতিত্বের জন্য ১৯৬৭ সালে পদ্মশ্রী এবং ১৯৭২ এ পদ্মভূষণ পান প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এম এস স্বামিনাথান।
Post a Comment