Passion Dart frog: একসঙ্গে ১০ জনকে মেরে ফেলতে পারে এই বিষাক্ত ব্যাঙ! World Most Toxic Animal
Passion Dart frog: একসঙ্গে ১০ জনকে মেরে ফেলতে পারে এই বিষাক্ত ব্যাঙ! সাবধান
আমরা আমাদের চারপাশে প্রায়শই বিভিন্ন প্রজাতির ব্যঙ দেখতে পাই, আমাদের কাছে তাদের সংখ্যা টা স্বাভাবিক মনে হলেও কিছু ব্যাঙ আছে যারা আজ প্রায় লুপ্তপ্রায়।
আজ আপনাদের সঙ্গে একটি লুপ্তপ্রায় ও বিষাক্ত ব্যঙ এর কথা আলোচনা করব।
চলুন তাহলে যেনে নেওয়া যাক।
লুপ্তপ্রায় এই প্রাণীটির পূর্বনাম ছিল poison arrow frog । দক্ষিণ আমেরিকার আদি বাসিন্দারা এই ব্যাঙের বিষকে তিরের ফলায় মাখিয়ে শিকার করত।
যার বিজ্ঞানসম্মত নাম - Dendrobatidae , উচ্চতা:- ১.৫ থেকে ৬ সেন্টিমিটার হয়, এবং ওজন হয় ১ আউন্স । ২০০ প্রজাতির এই ব্যাঙ এর মধ্যে অ্যাপসেমিটিসম ধর্ম লক্ষ করা যায়।
আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে অ্যাপসেমিটিসম ধর্ম কী?
চলুন জেনে নেওয়া যাক -
অ্যাপসেমিটিসম :- এটি এমন একটি ধর্ম যার সাহায্যে এরা শিকার কে সতর্ক করে যাতে শিকার তাদের আক্রমণ না করে ।
এই ব্যাঙের সব প্রজাতি গুলির মধ্যে সবথেকে বিষাক্ত প্রজাতি হলো The golden poison frog (Phyllobates terribilis) । এই ব্যাঙ এত বিষাক্ত যে ১০ জন মানুষকে একসাথে মেরে ফেলতে সক্ষম।
এদের সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখা যায় ।এরা আর্দ্র ও ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে স্বাভাবিক গতিতে বেড়ে ওঠে।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা সাধারণত দিনের বেলায় বেশি সক্রিয় হয় । এদের বিষের কার্যকারিতা শক্তিও বৃদ্ধি পায়।
এই প্রজাতির ব্যঙ এর কিছু উল্লেখ বিষ হল
1. Batrachotoxins
2. Epibatidine
3.Histrionecotoxin, ইত্যাদি
আধুনিক বিজ্ঞানের উন্নতির ফলে এদের বিষ থেকে বর্তমানে ব্যথা উপসমকারী ওষুধ তৈরি হচ্ছে ।
Post a Comment