অবিবাহিত বেকার যুবকদের নিখরচায় স্বনির্ভর হওয়ার সুবর্ণ সুযোগ
নিখরচায় স্বনির্ভর হওয়ার সুবর্ণ সুযোগ
অবিবাহিত বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দিরে ১৫ই মে ২০২৪ হতে ১০ মাসের আবাসিক প্রশিক্ষণ শুরু হবে। বিষয়- ১) ৬ (ছয়) মাসের কৃষিবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়- উদ্যান বিদ্যা (Horticulture & Nursery Management), মাশরুম চাষ, মৌমাছি পালন, খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ (জ্যাম, জেলী, স্কোয়াশ, আচার, কাসুন্দি, সস ইত্যাদি), বীজ উৎপাদন, মাটি পরীক্ষা, কেঁচো সার, মৎস্য চাষ ও কৃত্তিম প্রজনন, রঙ্গিন মাছ চাষ, বিদেশী পাখী পালন, কৃষি-যন্ত্রপাতির ব্যবহার এবং ২) ৪ (চার) মাসের প্রাণীপালন ও প্রাথমিক চিকিৎসা, হাঁস-মুরগী ও ছাগল পালন ইত্যাদির সম্মিলিত বৃত্তিমূলক বিষয় এছাড়াও Value Education, EDP, Capacity Building, Social Work, Basic Computer and Soft Skill এগুলি থাকবে। প্রশিক্ষণটি হবে রামকৃষ্ণ মিশন, নাবার্ড এবং পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক-এর যৌথ উদ্যোগে। কৃষক পরিবারের প্রার্থীর অগ্রাধিকার। প্রশিক্ষণ শেষে উপযুক্ত প্রার্থীদের সার্টিফিকেট (ভারত সরকারের) এবং ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে। এছাড়াও বিস্তারিত বিবরণ পাবেন https://www.rkmsssm.org -এই ওয়েবসাইটে।
শিক্ষাগত যোগ্যতা – নূনতম মাধ্যমিক –
বয়স - ১৮ হিইতে ৩৫ বৎসর (১ লা এপ্রিল ২০২৪)
আবেদন পত্র - প্রতিষ্ঠানের অফিস থেকে সরাসরি পাওয়া যাবে ১লা মার্চ হতে ৩০শে এপ্রিল ২০২৪ পর্যন্ত এবং ওয়েবসাইটেও আবেদন পত্র পাওয়া যাবে https://www.rkmsssm.org/redp/ -এই ঠিকানায়।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ- ৩০শে এপ্রিল ২০২৪।
গ্রামীণ দরিদ্র পরিবারে (Rural Poor/BPL) বসবাসকারী প্রর্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্বনিযুক্তিতে উৎসাহী অবিবাহিত যুবকগণ নীচের ঠিকানায় যোগাযোগ করুনঃ
রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির
পোস্ট - বেলুড়মঠ, জেলা- হাওড়া-৭১১২০২
দূরভাষ (০৩৩) ২৬৫৪- ৮৯০৮/৮৯০৯ (সকাল ১০টা হতে বিকাল ৫টা)
Download full notification 👇👇👇
ওয়েবসাইট:
https://www.rkmsssm.org
Post a Comment