World Tallest Tree: বিশ্বের সবথেকে লম্বা গাছের নাম কী? কোথায় আছে জানেন? উচ্চতা জানলে অবাক হবেন ! Education India
World Tallest Tree: বিশ্বের সবথেকে লম্বা গাছের নাম কী? কোথায় আছে জানেন? উচ্চতা জানলে অবাক হবেন
পৃথিবীতে বহু প্রজাতির গাছ লক্ষ্য করা যায়, তাদের উচ্চতার ধরন ,গাছের প্রকৃতি , বৈশিষ্ট্যেও ভিন্ন রকমের। কোন গাছ খুবই লম্বা, কোন কাজ বেঁটে, আবার কোন গাছ রবীন্দ্রনাথের তালগাছ কেউ হার মানায়। আজ আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর সব থেকে লম্বা গাছ।
প্রকৃতিবিদ ক্রিস অ্যাটকিন্স এবং মাইকেল টেলর ২৫ শে আগস্ট, ২০০৬ সালে পৃথিবীর সব থেকে লম্বা গাছ আবিষ্কার করেন। যার নাম হাইপেরিয়ন (Hyperian ) ।
সর্বশেষ আপডেট অনুসারে,বিশ্বের সবচেয়ে লম্বা গাছ গুলোর তালিকার মধ্যে হাইপেরিয়ন অন্যতম। এই গাছের বিজ্ঞানসম্মত নাম Sequoia sempervirens (সিকোইয়া সেম্পারভেরিয়েন্স)।
আশ্চর্যজনক উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই 'হাইপেরিয়ন' গাছের উচ্চতা প্রায় 379.7 ফুট (115.7 মিটার)।
বিকটাকৃতি এই হাইপেরিয়ন গাছটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে লক্ষ্য করা যায়।
সব থেকে আশ্চর্যের বিষয়ে এই যে, অনুমান করা হয়, এই হাইপেরিয়ন গাছ টি প্রায় 600 থেকে 800 বছর বয়সী।
কিছু কারণবশত 2022 সালের জুলাইয়ে, রেডউড পার্ক সুপারিনটেনডেন্ট গাছের চারপাশ সহ পুরো এলাকাটি বন্ধ করে দেন, এবং গাইডলাইন অনুসারে হাইপেরিয়নের গাছের আবাসস্থলের কাছাকাছি গেলে, বা ধ্বংসের চেষ্টা করলে ছয় মাসের জেল এবং $5,000 (ভারতীয় মুদ্রায় ₹416237.5 INR) জরিমানা হতে পারে।
Post a Comment