ফের বিপর্যয়ের আশঙ্কা, ১১ বছরে ৪০০ মিটার বেড়েছে লোনাক হ্রদ | Education India
ফের বিপর্যয়ের আশঙ্কা, ১১ বছরে ৪০০ মিটার বেড়েছে লোনাক হ্রদ
সিকিমে বিপর্যয় ডেকে এনেছে লোনাক হ্রদ। লোনাকের জলে প্লাবিত সিকিমের বিস্তৃর্ণ এলাকা। দৈনিক মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। খোঁজ নেই বহু স্থানীয় মানুষের।
কিন্তু কীভাবে হ্রদের চেহারা পাল্টে গেল,তার উপগ্রহ চিত্রও প্রকাশ করেছে ইসরো।
তবে এটা বলা যায়,লোনাক লেকের এই অবস্থা আকস্মিক নয়। এটা হওয়ারই ছিল।
হ্রদের অবস্থান:
সিকিমের একেবারে উত্তর-পশ্চিমে অবস্থিত এই লেক। উচ্চতা প্রায় ১৭ হাজার ফুট। হিমবাহ গলেই এই হ্রদ তৈরি হয়েছে বলে জানা যায়। তবে হ্রদের বয়স খুব বেশি নয়।
হিমালয়ের কোলে হিমবাহে ঘেরা এই হ্রদ থেকে বিপদের আশঙ্কা অনেক দিন থেকেই। দিনের পর দিন হিমবাহ গলন, এই বিপর্যয় সৃষ্টি করেছে বলে মানা যায়। এর ফলেই দ্রুত গতিতে বেড়ে চলেছে লোনাক হ্রদ।
২০২১ সালে একটি সমীক্ষায় 'গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড' এর কথা আসে।
কী এই গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড'?
গত এক দশক ধরে দ্রুত হারে বেড়ে চলেছে হিমবাহ ঘেরা সিকিমের এই লোনাক লেক। হিমবাহ গাত্রে অতিরিক্ত চাপ সৃষ্টির ফলে যখন হিমবাহ ফেটে বন্যার আশঙ্কা তৈরি হয়, তখন তাকে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বলে।
সমীক্ষার রিপোর্ট
১৯৬২ থেকে ২০০৮ সালের মধ্যে ( ৪৬ বছরে ) আয়তনে প্রায় ২ কিলোমিটার বেড়েছে এই হ্রদ। আর ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে বেড়েছে আরও 800 মিটার।
এই সমীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা আগে থেকেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করেছিলেন।
হ্রদের এরূপ বেড়ে যাওয়াটা এবং এইরকম বন্যা সৃষ্টি হওয়ার বিষয়টিও আগামী প্রজন্মের জন্য সুখকর নয়। এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা না গ্রহণ করলে ভবিষ্যতে এর থেকেও আরও বড় বিপর্যয়ের আশঙ্কা দেখছেন বিজ্ঞানীরা।
বলা যেতে পারে অতিরিক্ত বৃক্ষ ছেদন, অবৈজ্ঞানিক কার্যকলাপ, দিনের পর দিন বনভূমি ধ্বংসের ফলে যে বিষ্ণ উষ্ণায়নের সৃষ্টি হয়েছে, তারই ফল লোনাক হ্রদের আউটবার্স্ট ফ্লাড সৃষ্টি।
Post a Comment