banner

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চাকরির সুযোগ , নিয়োগ কোন কোন পদে ?

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চাকরির সুযোগ , নিয়োগ কোন কোন পদে ?

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা , চাকরির অভিজ্ঞতা , কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নোয়োগ করা হবে। 



পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

নিযুক্ত দপ্তর : 

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্ত "national vector borne disease control programme" এর জন্য নিয়োগ। 

নিয়োগ প্রক্রিয়া : 

    • এই নিয়োগ টি চুক্তির ভিত্তিতে করা হবে। 
    • চাকরিপ্রার্থীদের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। 
    • পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

নিয়োগ করা হবে নিম্নলিখিত পদে :

রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ হবে 

    • ম্যানেজার-এনভিপিডিসিপি (ট্রেনিং), 
    • স্টেট প্রোগ্রাম ম্যানেজার-এনভিপিডিসিপি 
    • স্টেট কোঅর্ডিনেটর-এনভিপিডিসিপি (প্রোকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাই) পদে

বয়সের সময়সীমা : 

প্রার্থীদের বয়স ২১ থেকে ৬৭ বছরের মধ্যে হলেই বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: 

স্টেট কোঅর্ডিনেটর-এনভিপিডিসিপি (প্রোকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাই) পদে আবেদনের জন্য প্রার্থীদের মেটিরিয়ালস ম্যানেজমেন্ট/ লজিস্টিক্সে স্নাতকের পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীদের প্রোকিওরমেন্ট সংক্রান্ত কাজের তিন বছরের অভিজ্ঞতা এবং প্রোকিওরমেন্ট-এর সরকারি নিয়মবিধি সংক্রান্ত জ্ঞানও থাকতে হবে। যাঁদের মাস্টার্স ডিগ্রি বা ডিপ্লোমা অথবা এমফিল বা পিএইচডি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্য পদগুলির ক্ষেত্রেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

বেতন : 

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৮,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : 

আগামী ২৯ জুলাই আবেদনের শেষ দিন। 

আবেদন মূল্য : আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা।

 নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ওয়েবসাইট লিংক : Click Here অথবা Click Here

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.