banner

বাংলায় আরও ৫% OBC সংরক্ষণ কোটা বাড়ানোর নির্দেশ NCBC-র

বাংলায় আরও ৫% OBC সংরক্ষণ কোটা বাড়ানোর নির্দেশ NCBC-র


রাজ্যে ওবিসিদের জন্য সংরক্ষণ বাড়ানোর নির্দেশিকা দিল ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত সব মিলিয়ে ৫০ শতাংশ পর্যন্ত সংরক্ষণের কোটা ছিল। সেটা আরও পাঁচ শতাংশ বাড়ানোর কথা জানানো হল। ওবিসিদের জন্য এই পাঁচ শতাংশ সংরক্ষণের সুবিধা বেশি পাওয়া যাবে। আগে বাংলায় ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণের সুবিধা ছিল। সেক্ষেত্রে এবার তা হতে চলেছে ২২ শতাংশ।

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.