ঈশ্বর এক এবং একই বার্তা বাহি!!
●ঈশ্বর এক এবং একই বার্তা বাহি!!
গত ৬ই ফেব্রুয়ারি আলিপুরদুয়ার এর মাদারীহাট এ পরমপূজ্যপাদ শ্রীশ্রীঅবিনদাদার কাছে এসেছিলেন কিছু ইমাম এবং নিষ্ঠাবান মুসলমানরা, আমি বার বার শুধু দেখছিলাম তারা পূজ্যপাদ শ্রীশ্রীঅবিনদাদার কথা মন ভরে শুনছিলেন, তার আলোচনা যত তারা শুনছিলেন ততো যেন তাদের প্রান ভরে যাচ্ছিল, হয়তো অনুভব করছিলেন তাদের সামনেই যেন "জীবন্ত রসুল" তারা দেখতে পাচ্ছে, আলোচনা শুনার পরে তাদের প্রান চাইল এমন পরমপুরুষ সঙ্গে যে কথা বলতেই হবে, তারপর পরশ পেলো সেই প্রেমী পুরুষ এর, শ্রীশ্রীঅবিনদাদা তাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুললেন, তাদের সাথে অনেক কথা বলেন, উপহার রুপে দিলেন শাল চাদর, তারপর তারা পূজ্যপাদ শ্রীশ্রীঅবিনদাদা কে ইসলাম এর ঝলসা উৎসব তে Chief Guest হিসাবে এ নিমন্ত্রণ করলেন, কারন তারাও যে চাই যে প্রেম এর পরশ তারা পেল সেটা পাক সমগ্র ইসলাম ও মুসলিম সম্প্রদায়, তার নির্দেশ এ চলে হয়ে উঠি একজন নিষ্ঠাবান মুসলমান ও মানুষ!!
●বিশ্বের সমগ্র মানব সমাজের রক্ষার পথ যুগ পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও তার সৃষ্টি "আচার্য্য-পরম্পরা" কাছেই যে সেটা জানানোর সময় চলে এসেছে, "সৎসঙ্গ" রথ কেও আটকাতে পারবে না কারন এবার যে তিনি নিজেই জীবন্তরুপে আচার্য্য পরম্পরায় থেকে নিজের Mission কে পরিপূর্ণ করবেই!!
🖋️ সৌরভ দাশ
মাদারীহাট,আলিপুরদুয়ার
#weloveabindada
Joyguru
উত্তরমুছুন