banner

বিয়ে বাড়িতে হিজড়া দলের আগমন।মেয়ের বাবা আকুতির স্বরে বললো "বোনেরা,আমার সামর্থ্য নাই"

বিয়ে বাড়িতে হিজড়া দলের আগমন।মেয়ের বাবা আকুতির স্বরে বললো "বোনেরা,আমার সামর্থ্য নাই"



হিজড়াদের থেকে একজন বললো " ওসব বললে হবে না বাবু।আমাদের টাকা চাই তো চাই "


মেয়ের বাবা বললো " ডাল ভাত আছে, সর্বোচ্চ খাওয়াতে পারি।বসো খাও "


হিজড়ারা একসঙ্গে বলে উঠলো " দাওয়াত তো দাও নাই,বিনা নিমন্ত্রণে কেন খাবো? "


" আচ্ছা এখন দিলাম।কাল তোমাদের সবার নিমন্ত্রণ রইলো।খেয়ে যেও "


পরেরদিন হিজড়ারা দল বেঁধে হাজির।ওদের দেখে বিয়ে বাড়ির লোকজনরা বললোঃ "এদের আবার কে খেতে ডাকলো! সমাজ কোথায় গিয়ে ঠেকলো! ছি! "


খাওয়া শেষে হিজড়া দলের একজন মেয়ের বাবাকে পেপারে মোড়া একটা ব্যাগ দিয়ে চলে গেলো।মেয়ের বাবা ব্যাগ খুললো।১৮ হাজার ৬৯০ টাকা! 


সাথে একটা চিরকুটে লেখা " এই প্রথম আমরা বিয়েতে  নিমন্ত্রণ পেয়েছি।নতুন বৌ-জামাইকে আমাদের পক্ষ থেকে এই উপহার রইলো "


গল্পঃ বিষ্ময়

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.