banner

Low Pressure Rain Forecast in WB: এই সপ্তাহেই তৈরি হচ্ছে নিম্নচাপ! বুধবার থেকে রাজ্যে শুরু বৃষ্টি, ফের বাড়বে গরম | Education India

Low Pressure Rain Forecast in WB: এই সপ্তাহেই তৈরি হচ্ছে নিম্নচাপ! বুধবার থেকে রাজ্যে শুরু বৃষ্টি, ফের বাড়বে গরম

কালীপুজোয় ভালোয়-ভালোয় কেটে গিয়েছে। পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হয়নি। তবে এবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার প্রভাবে ভাইফোঁটার সময় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত কবে রাজ্যের কোন জেলায় বৃষ্টি হবে, তা দেখে নিন। 

1/7 নয়া সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে নয়া সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকী আগামী ১৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে যে বিশ্বকাপের সেমিফাইনাল (দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া) আছে, সেদিনও বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

2/7 আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ১৫ নভেম্বর (বুধবার) থেকে ১৭ নভেম্বরের (শুক্রবার) মধ্যে কমপক্ষে দু'দিন বৃষ্টি হবে। কারণ ১৪ নভেম্বর (মঙ্গলবার) একটি বঙ্গোপসাগরে 'সিস্টেম' তৈরি হতে পারে। যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।



3/7 তবে সোমবার এবং মঙ্গলবার রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

4/7 সোমবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টি হবে না। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

5/7 বুধবার রাজ্যের দুটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)

6/7 বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে সেদিন বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

7/7 এবার কি ঠান্ডা বাড়বে রাজ্যে? উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গেও প্রথম তিনদিন হেরফের হবে না রাতের তাপমাত্রার। পরবর্তী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে

 রয়টার্স)

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.