banner

Delhi Pollution Level: ভয়াবহ দূষণ দিল্লিতে! ভয় ধরাচ্ছে দীপাবলির আতসবাজি, ভরসা স্মগ টাওয়ার | EduIndia23

Delhi Pollution Level: ভয়াবহ দূষণ দিল্লিতে! ভয় ধরাচ্ছে দীপাবলির আতসবাজি, ভরসা স্মগ টাওয়ার

দীপাবলির সকালেও দূষণে জর্জরিত রাজধানী দিল্লি (Delhi Pollution Level)। আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তার উপর দীপাবলি। ফলে আতসবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা। যার জেরে ক্রমশই বাড়ছে উদ্বেগ। 

রাজধানীর এই দূষণ পরিস্থিতিতে একমাত্র ভরসা স্মগ টাওয়ার অর্থাৎ উচ্চক্ষমতা সম্পন্ন এয়ার ফিল্টার। যা বাতাসের ধুলো, বালি, দূষিত কণা শুষে নিয়ে বাতাস দূষণ মুক্ত করে। আপাতত সেই টাওয়ারের উপরেই ভরসা রাখছে প্রশাসন।

রবিবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর তরফে যে পরিসংখ্যান দেওয়া হয়, তাতে দেখা যাচ্ছে, সামগ্রিক ভাবে দিল্লিতে বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ২০০ ছাড়িয়ে গিয়েছে।  আনন্দ বিহারে ২৬৬, আর কে পুরামে ২৪১, পাঞ্জাবি বাগে ২৩৩ এবং আইটিও-তে ২২৭।

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.