রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, দেখে নিন কিভাবে করা হবে নিয়োগ! Education India
রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLST পরীক্ষায় বিরাট পরিবর্তন, দেখে নিন কিভাবে করা হবে নিয়োগ!
রাজ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তবে সূত্রের খবর,পরীক্ষার পদ্ধতি, নম্বর বিভাজন, সিলেবাস-সহ ইত্যাদি বিষয়ে পরিবর্তন আনা হবে পরীক্ষায়।
কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার ,নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হবে কমিশনের তরফ থেকে। তবে এই বছর শিক্ষগত যোগ্যতার নম্বর গৃহীত হবে না, অর্থাৎ কমিশনের তরফ থেকে যে অ্যাকাডেমিক স্কোর রাখা হত, তা তুলে দেওয়া হতে পারে। এই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে নোটিফিকেশন আউট হওয়ার পর।
কবে শুরু হবে ফরম ফিলাপ?
চলতি মাসে অর্থাৎ অক্টোবরে ফরম ফিলাপ শুরু হওয়ার কথা থাকলেও কমিশনার তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে, সম্ভবত নভেম্বর মাসেই ফরম ফিলাপ শুরু হবে।
পরীক্ষা কবে হবে?
ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষার আয়োজন করতে পারে কমিশন।
এবারের পরীক্ষা পদ্ধতি কেমন হবে?
লিখিত পরীক্ষার দুটি ধাপে সম্পূর্ণ হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও পরে মেন পরীক্ষা হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরাই মেন পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষায় কোন ডেস্ক্রিপটিভ প্রশ্ন থাকছে না, দুটি পরীক্ষাতেই এমসিকিউ (MCQ) ধরণের প্রশ্ন থাকবে। মেন পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তিন ধাপ প্রকাশিত হবে মেধাতালিকা।
চাকরি ও পড়াশোনা সম্পর্কিত খবরের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন Click here
Post a Comment