স্নাতকস্তরের পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক! নতুন নির্দেশিকা ইউজিসির | Education India
স্নাতকস্তরের পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক! নতুন নির্দেশিকা ইউজিসির
ইউজিসির নতুন গাইড লাইন অনুযায়ী স্নাতক স্তরের পড়ুয়াদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ইন্টার্নশিপ ব্যবস্থা চালু করার নির্দেশিকা প্রকাশিত করেছে। ইউজিসির নির্দেশিকা খসড়া তে বলা হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তীর্ণ পড়ুয়াদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি গবেষণামূলক কাজেও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই ইন্টার্নশি প্রক্রিয়া। বর্তমান কাজের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ এর ব্যবস্থা সুযোগ করে দিচ্ছে ইউজিসি।
কলেজগুলিকে পড়ুয়াদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আরো দক্ষতা বৃদ্ধির বিষয়টিকেও বিশেষ ভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে ইউজিসির তরফ থেকে।
কোন কোন বিষয়ে ইন্টার্নশিপ করা যাবে?
ইউজিসির খসড়ায় যে বিষয়গুলি তালিকাভুক্ত হয়েছে সেগুলো হলো-
১)ট্রেড অ্যান্ড এগ্রিকালচার এরিয়া
২)ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইনসিয়োরেন্স এরিয়া
৩)লজিস্টিকস, অটোমোটিভ অ্যান্ড ক্যাপিটাল গুডস এরিয়া
৪)ইনফরমেশন টেকনোলজি
৫)হ্যান্ডক্রাফ্ট,আর্ট
৬)ডিজ়াইন অ্যান্ড মিউজিক এরিয়া
৭)স্পোর্টস, ওয়েলনেস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এরিয়া-সহ আরও ১৬টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে ইউজিসির খসড়ায়।
তবে এই বিষয়ে শিক্ষাক্ষেত্রের আধিকারিকদের কোন মন্তব্য থাকলে তা নির্দ্বিধায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কে ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন। এই বিষয়ে ইউজিসির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে। ইউজিসি কে ১২ ই নভেম্বরের মধ্যে সমস্ত বিষয় মতামত উল্লেখ করে ইমেইল করতে হবে। মতামত সর্বগ্রাহ্য হলে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ইউজিসি।
চাকরির সংক্রান্ত ও পড়াশোনা সংক্রান্ত তথ্যাদি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন
👇👇👇👇
Post a Comment