শিক্ষিত ডাকাত: চাকরি নেই, সংসার চালাতে ডাকাতদল গঠন খড়্গপুরে স্নাতকের! Education India
চাকরি নেই, সংসার চালাতে ডাকাতদল গঠন খড়্গপুরে স্নাতকের
ছিপছিপে চেহারা,বয়স মাত্র ২৪। কিছু বছর আগেই গ্র্যাজুয়েশন করেছে। কিন্তু মন্দার বাজারে চাকরি জোটেনি কপালে। তাই সংসার চালাতে ডাকাত দল গঠন করে জীবন চালাবে বলে ঠিক করে এই যুবক। সেই পরিকল্পনা অনুযায়ী অপারেশন চালিয়ে ছিল খড়্গপুরের এক নামি দামি সোনার দোকানে । এই ডাকাতির মাস্টারমাইন্ড ছিল অমরজিৎ সিং। হাতেখড়ি হয় বিহারের বৈশালিতে, সেখানেই কিছু যুবককে নিয়ে তৈরি করে নিজস্ব একটি ‘গ্যাং’ । তারপরেই শুরু করে একের পর এক ছোট বড় অপারেশন। গত কয়েকদিনের পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে।
গত শুক্রবার খড়্গপুরের অন্তর্গত গোলবাজারে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা করে অমরজিৎ ও তার গ্যাং। কিন্তু তা না পেরে সোনা দোকানের মালিককে গুলি করে দুষ্কৃতীরা। পুলিশকে ঘটনা জানানোর চার ঘণ্টার মধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে । পরের দিন শনিবার ভোরে ধরা পড়ে ডাকাত দলের মেইন পান্ডা অমরজিৎ। সারারাত সে আত্মরক্ষার জন্য ধানজমিতে লুকিয়ে ছিল বলে খবর। কিন্তু শেষরক্ষা হয়নি।
কলেজে পড়াশোনার পাট চুকিয়ে ডাকাতিকেই পেশা হিসেবে বেছে নেয় সে অমরজিৎ। গত এক দশকে দেশজুড়ে বহু ডাকাতির ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বৈশালির এই শিক্ষিত অমরজিৎ। এটাও জানা যায়, সেখানকার অনেক যুবকের পেশা ডাকাতি। তাই অনুপ্রেরণার কোনও অভাব হয়নি অমরজিতের।
Post a Comment