Recruitment for the post of Food Sub-Inspector, Application Start now
ফুড সাব ইন্সপেক্টর পদে দরখাস্ত নেওয়া শুরু হলো ২৩ অগাস্ট থেকে , দেখেনিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি
.jpg)
এই পদের বিজ্ঞপ্তি নং : 04/2023
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ ডিপার্টমেন্ট এর অধীনস্ত Sub-Ordinate Food and supplies service এর দপ্তরে সাব ইন্সপেক্টর পদের নিয়োগ এর দরখাস্ত নেওয়া শুরু হলো ২৩ অগাস্ট থেকে। আপনারা যারা এখনো আবেদন করেন নি, এখুনি আবেদন করে নিন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো -
Qualification: Madhyamik Pass
Age: 18 to 40 (boys & girls both are applicable)
তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর আর প্রাক্তন সমরকর্মী ও সরকারি কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে : ৫,৪০০-২৫,২০০ টাকা ও গ্রেড পে ২,৬০০ টাকা।
প্রার্থী বাছাই : ‘পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন'। 'Competitive Examination for Recruitment to the post of Sub- Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III, under Food & Supplies Department, Govt of West Bengal, 2022 এর মাধ্যমে। এজন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে।
লিখিত পরীক্ষার তারিখ : এখনো ঠিক না হলেও পরীক্ষা হবে সম্ভবত ডিসেম্বর-জানুয়ারি নাগাদ।
পরীক্ষা পদ্ধতিঃ ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের।
বিষয় : জেনারেল স্টাডিজ ৫০ নম্বরের, অ্যারিথমেটিক ৫০ নম্বরের।
পরীক্ষার ভাষা : প্রশ্ন হবে বাংলায়।
সময়: দেড় ঘন্টা।
সফল হলে পার্সোন্যালিটি টেস্ট। পরীক্ষা হবে কলকাতা-সহ অন্যান্য জেলায়।
ফর্ম ফিলাপ এর নিয়মাবলী :
১) বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।
২) পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কে.বি.র মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডি.পি.আই. তে।
৩) website এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট কে করবেন।
আবেদনের লিংক - https://wbpsc.gov.in
চাকরির প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ক্লিক করুন click here
Post a Comment