banner

মেট্রো রেলে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । Metro Rail New Recruitment 2023 | Education India

মেট্রো রেলে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি । Metro Rail New Recruitment 2023

Metro Rail New Recruitment : রাজ্যের সকল চাকরির প্রার্থীদের জন্য মেট্রোরেলের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে মাধ্যমিক পাশে সকল চাকরিপ্রার্থীরা Electrician, Electronics Mechanic, Fitter, Lift & Escalator Mechanic, Mechanic (Fridge & AC) পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য সকল পুরুষ ও মহিলা আবেদন করার সুযোগ পাবেন। যে সকল চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ২৮/১১/২০২৩ তারিখে আগে অনলাইনে মাধ্যমে https://www.mahametro.org/ অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে।

Notification No. MAHA-Metro/P/HR/AA/2023

পদের নাম - 

Electrician, Electronics Mechanic, Fitter, Lift & Escalator Mechanic, Mechanic (Fridge & AC) পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা -

মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবেন।

শূন্যপদ - 

Follow Official Notification

বয়সসীমা - 

যে সকল চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক অবশ্যই 17 - 27 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেতে পারেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ফলো করুন।

মাসিক বেতন - 

ট্রেনিং চলাকালীন মাসিক 8050/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি -

সকল প্রার্থীদের অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট https://www.mahametro.org/ ওয়েবসাইট গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি

ফিলাপ করতে হবে। এরপর অনলাইনে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে ।

Download notification Click here


আবেদন মূল্য বিস্তারিত - 

সকল জেনারেল প্রার্থীদের জন্য 100/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। বাকি সকল প্রার্থীদের জন্য 50/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদন তারিখ বিস্তারিত - 

অনলাইনে আবেদন শেষ তারিখ - ২৮/১১/২০২৩

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.