banner

GK Geography Part 1: ভূগোলের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ | Geography General knowledge | Education India

বিভিন্ন সরকারি পরীক্ষায় আসা ভূগোল বিষয়ের ওপর জিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনারা উপকৃত হবেন।

1. ভারতের মোট মাপ কত?

   - সংযোজনভুক্ত মহাদেশগুলির সাথে ভারতের মোট মাপ প্রায় ৩,২৮,৭৯,৪০০ বর্গ কিলোমিটার।


2. ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?

   - হিমালয় পর্বত শৃঙ্গ।


3. ভারতের সর্বাধিক দীর্ঘ নদী কোনটি?

   - গঙ্গা নদী।


4. ভারতের প্রধান সাগরের নাম কী?

   - ভারতীয় মহাসাগর।


5. ভারতের উত্তরে কোন দেশ রয়েছে?

   - ভারতের উত্তরে ভারত ভাইয়ে দেশ রয়েছে।


6. ভারতের পূর্বে কোন দেশ রয়েছে?

   - ভারতের পূর্বে বাংলাদেশ রয়েছে।


7. ভারতের দক্ষিণে কোন দেশ রয়েছে?

   - ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা রয়েছে।


8. ভারতের পশ্চিমে কোন দেশ রয়েছে?

   - ভারতের পশ্চিমে পাকিস্তান রয়েছে।


9. ভারতের পূর্বের সবচেয়ে বড় দ্বীপটি কোনটি?

   - আন্ডামান দ্বীপপুঞ্জ।


10. ভারতের মধ্যে কতটি রাষ্ট্র আছে?

    - ভারতে প্রচুর সংখ্যক ২৮টি রাষ্ট্র আছে।


11. ভারতের সর্ববৃহৎ বন্য জীববৈচিত্র্য প্রয়ারণ কোন রাষ্ট্রে অবস্থিত?

    - আসাম।


12. ভারতের কোন অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টি পড়ে?

    - মেঘালয়।


13. ভারতের প্রধান খাদ্য উৎপাদনকারী সামগ্রী কী?

    - ধান।


14. ভারতের প্রধান খনিজ সম্পদ কী?

    - অয়ারন।


15. ভারতের সর্বাধিক বৃহৎ বন্য অঞ্চল কোনটি?

    - মাধ্যমিক প্রদেশ।


16. ভারতের প্রধান বন্য প্রাণী কী?

    - বেঙ্গল টাইগার।


17. ভারতের কোন দেশটি সাংস্কৃতিক বিচিত্র ভূমি হিসাবে পরিচিত?

    - রাজস্থান।


18. ভারতের প্রধান সাগর বন্দরের নাম কী?

    - মুম্বই।


19. ভারতের বিশেষ আর্থিক অঞ্চলের নাম কী?

    - সিলিকন ভ্যালি।


20. ভারতের প্রধান বন্দর শহরের নাম কী?

    - কোলকাতা।

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.