রাজ্যের DM অফিসে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ শুরু, ২৩ জেলা থেকে নিয়োগ -WB DEO Job Recruitment
রাজ্যের DM অফিসে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ শুরু, ২৩ জেলা থেকে নিয়োগ -WB DEO Job Recruitment
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর।ফিরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের এক জেলা শাসক (DM) অফিসের তরফে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, একাধিক শূন্য পদে রাজ্যের সংশ্লিষ্ট Dm অফিসের BL&LROs, SDL&LROs ও DL&LROs অফিস গুলিতে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন চুক্তিভিত্তিক হিসেবে করা হবে।
পদের নাম :
বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এ ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator) পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া :
যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থী আবেদন জানাতে আগ্রহী হবেন, তাদের এক্ষেত্রে একটি আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র টি অফিসিয়াল নোটিসের সঙ্গে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর ওই আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জরুরি কিছু ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ যা আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে :
1.শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্টস
2. বয়সের প্রমাণপত্র
3. কম্পিউটার সার্টিফিকেট
4. পাসপোর্ট সাইজের ছবি
5. পরিচয় পত্র হিসেবে আধার কিংবা ভোটার কার্ড
6. অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া :
যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে সফল হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রাকটিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। মোট ৫০ নম্বরের মধ্যে ৪০ নম্বরের প্রাকটিক্যাল পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী আপডেট জানানো হবে।
শিক্ষাগত যোগ্যতা :
যে সকল প্রার্থী সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে চাই, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় কমপক্ষে গ্রেজুয়েট পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীর অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে MS Word and Excel এর যাবতীয় কাজ জানতে হবে।
বয়স সীমা :
ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স থাকতে হবে ২১ বছর এবং উচ্চতর বয়স থাকতে হবে ৪৫ বছরের মধ্যে। এবং প্রার্থী কে অবশ্যই দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
মাসিক বেতন :
নিযুক্ত প্রার্থীদের মাসিক একত্রিতভাবে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদনপত্র জমা করার শেষ তারিখ :
আবেদনপত্র জমা করতে পারবেন ০৯/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।
আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত পড়ে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক দেওয়া হলো :
Post a Comment