B.Ed Course: দুবছরের কোর্স আর নয়, এবার শিক্ষকতা করতে হলে লাগবে ৪ বছরের স্পেশাল বিএড
B.Ed Course: দুবছরের কোর্স আর নয়, এবার শিক্ষকতা করতে হলে লাগবে ৪ বছরের স্পেশাল বিএড
আর স্বীকৃত নয় দুই বছরের বি.এড। আরসিআই দুই বছরের বিএড কোর্সকে স্বীকৃতি দেবে না, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দুই বছরের বদলে করতে হবে চার বছরের স্পেশাল বি.এড কোর্স। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিয়েছে।
Highlights
দুবছরের কোর্স আর নয়
এবার থেকে লাগবে ৪ বছরের স্পেশাল বিএড
আর স্বীকৃত নয় দুই বছরের বি.এড। আরসিআই দুই বছরের বিএড কোর্সকে স্বীকৃতি দেবে না, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দুই বছরের বদলে করতে হবে চার বছরের স্পেশাল বি.এড কোর্স। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিয়েছে।
Railway recruitment 2024 Click here
এনসিটিই-র সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করা হবে নতুন সিলেবাস। বিশেষভাবে সক্ষম, পিছিয়ে পড়া থেকে শুরু করে সবার কথা ভেবেই তৈরি হবে সূচি। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাও বি.এড করতে পারবেন।
Post a Comment