banner

স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, বাংলা ভাষা জানলেই আবেদন করুন / State Bank Recruitment 2023

 

স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, বাংলা ভাষা জানলেই আবেদন করুন




সম্প্রতি ভারতবর্ষের পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

দেশ জুড়ে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৫২৮০ শূন্যপদে এই নিয়োগ করা হবে। ভারতের প্রতিটি রাজ্যের স্টেট ব্যাঙ্কের শাখাগুলিতে কর্মী নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। পশ্চিমবঙ্গের শাখাগুলিতে যেসমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বাংলা ভাষা জানতে হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- CRPD/CBO/2023-24/18

পদের নাম- Circle Officer

মোট শূন্যপদ- ৫২৮০ টি। (GEN- ২১৫৭ টি, EWS- ৫২৭ টি, OBC- ১৪২১ টি, ST- ৩৮৮ টি, SC- ৭৮৭ টি।)

পশ্চিমবঙ্গের শূন্যপদ- ২৩০ টি। (GEN- ৯৪ টি, EWS- ২৩ টি, OBC- ৬২ টি, ST- ১৭ টি, SC- ৩৪ টি।)
                       SBI Clerk Recruitment 2023

 Registration for 8283 posts ends Today at sbi.co.in, link here 

Click Now






শিক্ষাগত যোগ্যতা- 

যেকোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশান পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিষয়ে ডিগ্রী অর্জনকারী চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন - Click Here     or      Click Here

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.