বড়দিনের প্রাক্কালে পিছিয়ে পড়া গ্রামে শিক্ষামূলক কর্মসূচি, শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত মাতৃ ফাউন্ডেশনের সদস্যরা
বড়দিনের প্রাক্কালে পিছিয়ে পড়া গ্রামে শিক্ষামূলক কর্মসূচি, শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত মাতৃ ফাউন্ডেশনের সদস্যরা
একই সমাজে ভিন্ন ছবি। একদিকে যখন পুরো এডুকেশন সিস্টেমটাই করাপশনে জড়িত, ঠিক তখনি সমাজের অন্যদিকে দেখা গেল আরেক নতুন ছবি। না, এই ছবিটা করাপশনের নয়, বরং এক আনন্দের ছবি, যেখানে দেখা গিয়েছে মানুষের চোখে মুখে হাসি আর স্নিগ্ধতার ছোঁয়া। একরাশ ফুলের মতো কচি-কাচা গুলোর মুখে হাসির ফোয়ারা।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। সম্পূর্ণ অরাজনৈতিক, ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রামের সমাজসেবী সংস্থা মাতৃ ফাউন্ডেশন আজ প্রায় ৭০-৮০ জন ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের নিয়ে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি পালন করলেন কেশিয়াড়ী ব্লকের অন্তর্গত লক্ষ্মীয়াসোল গ্রামে।
এই কর্মসূচিতে শিশুয়ালয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে বই খাতা, স্লেট, পেনসিল সহ অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের কাছে শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে বিস্কুট প্যাকেট ও বড়দিনের কেক।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্রীবাস জনা,ভাইস প্রেসিডেন্ট মানস মন্ডল, সেক্রেটারি তনয় জানা সহ সদস্য জ্যোতির্ময় দাস, অনিমেষ পুষ্টি, শুভজিৎ কাপড়ি ও সোমনাথ পুষ্টি।
অনুষ্ঠান প্রসঙ্গে মাতৃ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মানস মন্ডল জানান, আমরা খুবই খুশি এই গ্রামে আসতে পেরে। পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের টান দেখে আমরা আপ্লুত। মানুষের সহযোগিতা পেলে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো।
ফাউন্ডেশনের আরেক সদস্য জ্যোতির্ময় দাস বলেন," প্রথমেই ধন্যবাদ জানাবো সোমনাথ পুষ্টিকে, যার সম্পূর্ণ সহযোগিতায় আমরা এই কর্মসূচিটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম। আমরা আশা করব আজ যেভাবে মানুষ মাতৃ ফাউন্ডেশনের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে"।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে Click here
গ্রামের মানুষরা এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই আনন্দিত এবং আপ্লুত। তারা জানান, আমাদের এই গ্রামে এরকম অনুষ্ঠান আরো দরকার, আমাদের সন্তানেরা পড়াশুনা করুক এটা আমরা চাই। এরকম একটি কর্মসূচি আমাদের উপহার দেওয়ায় মাতৃ ফাউন্ডেশন কে অসংখ্য ধন্যবাদ।
এই প্রোগ্রামের ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
Good👍
উত্তরমুছুন