২৯ বছরে নির্বাচন হয়নি মাদ্রাসা বোর্ডে, জবাব তলব কোর্টের
২৯ বছরে নির্বাচন হয়নি মাদ্রাসা বোর্ডে, জবাব তলব কোর্টের
২৯ বছর ধরে রাজ্য মাদ্রাসা বোর্ডে কোনও নির্বাচন হচ্ছে না। মনোনীত সদস্যদের দিয়েই বছরের পর বছর গঠিত হয়ে চলেছে বোর্ড। এই মর্মে দায়ের হওয়া মামলায় রীতিমতো হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। বিষয়টি শোনার পরই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মন্তব্য, 'এটা কি জমিদারি নাকি? না কি উত্তরাধিকার সূত্রে একাজ হয়ে চলেছে?' মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সৌমেন দত্ত সওয়ালে বলেন, ১৯৯৪ সালে মাদ্রাসা বোর্ড গঠিত হওয়ার পর এই সংক্রান্ত আইনে স্পষ্ট বলা রয়েছে, একটি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক।
বিভিন্ন চাকরির আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে যুক্ত হন CLICK HERE
কিন্তু ২৯ বছরে একবারও নির্বাচন হয়নি, মনোনীত সদস্যদের দিয়েই চলছে বোর্ড! বিষয়টি শোনার পরই এজলাসে উপস্থিত রাজ্যের কৌঁসুলি টি এম সিদ্দিকির কাছে প্রধান বিচারপতি জানতে চান, কেন নির্বাচন হচ্ছে না? এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি সিদ্দিকি।
এরপরই ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালত কেন নির্বাচনের নির্দেশ দেবে না, তা হলফনামা দিয়ে জানাতে হবে।
Post a Comment