1603 শূন্যপদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
1603 শূন্যপদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
1603 Vacancies Indian Oil Corporation Recruitment 2024
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কোম্পানিতে অনেকগুলি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রার্থীদের এক বছর মেয়াদী ট্রেনিং দেওয়া হবে। দেশের সমস্ত ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। এখানে মোট 1603 টি শূন্যপদ রয়েছে। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- IOCL/MKTG/APPR/2023-24
নোটিশ প্রকাশের তারিখ- 16/12/2023
যে পদে নিয়োগ করা হবে
এখানে যেসব পদ রয়েছে, সেগুলি হল:
1. ফিটার / Fitter
যোগ্যতা- মাধ্যমিকের সাথে দুই বছরের ITI ফিটার ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।
2. অপারেটর / Operator
যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তিন বছরের বি. এস. সি ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।
3. বয়লার / Boiler
যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তিন বছরের বি. এস. সি ডিগ্রি করা থাকলে এখানে আবেদন করা যাবে।
4. কেমিক্যাল / Chemical
যোগ্যতা- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।
5. মেকানিক্যাল / Mechanical
যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।
6. ইলেকট্রিক্যাল / Electrical
যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।
7. ইন্সট্রুমেন্টেশন / Instrumentation
যোগ্যতা- ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।
এছাড়াও এখানে রয়েছে Secretarial Assistant, Accountant, Data Entry Operator পদ।
শূন্যপদ
দেশের সমস্ত রাজ্যের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে, বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
বয়সসীমা
18 থেকে 24 বছর বয়সী সকল ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.iocl.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 05/01/2024 তারিখ।
Post a Comment