SSC GD Recruitment 2023: জিডি কনস্টেবল নিয়োগের আবেদন শুরু হল EduIndia23
SSC GD Recruitment 2023: জিডি কনস্টেবল নিয়োগের আবেদন শুরু হল
কয়েকহাজার শূন্যপদে জিডি কনস্টেবল নিয়োগের আবেদন শুরু হল। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
SSC GD Recruitment 2023
কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPFs), NIA, SSF, এবং অসম রাইফেলসের রাইফেলম্যান (GD) -তে জেনারেল ডিউটি কনস্টেবল নিয়োগ করবে এসএসসি। মোট শূন্যপদ ৭৫,৭৬৮টি। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকা প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। তবে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে
১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
আবেদন জানাবেন কিভাবে?
➲ জিডি কনস্টেবল পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের (ssc.nic.in) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
➲ ওয়েবসাইটে সরাসরি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন। প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে, ডকুমেন্ট আপলোড করবেন।
➲ পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রেখে দেবেন।
নিয়োগ পদ্ধতি
বেশ কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে কমিশন। কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক পরীক্ষা (Physical Test), মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার দিনক্ষণ সরাসরি কমিশনের সাইটে প্রকাশ করা হবে।কম্পিউটার বেসেড টেস্টে ৮০ প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান ২ নং করে। পরিক্ষার সময় ১ ঘন্টা।
এছাড়া বিস্তারিত জানতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
SSC GD Recruitment Notification
পদের নাম- GD Constable
মোট শূন্যপদ- ৭৫,৭৬৮ টি। পুরুষ- ৬৭,৩৬৪ টি (UR- ২৯,২৯৫ টি, EWS- ৫১৪২ টি, OBC- ১৩,৬৬৪ টি, ST- ৩৯৬৮ টি, SC- ১৫,০৮৬ টি।), মহিলা- ৮১৭৯ টি (UR- ৩৯৮৯ টি, EWS- ৬৬৪ টি, OBC- ১৫৭৫ টি, ST- ৭০১ টি, SC- ১২৫০ টি।)
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC, ST, Women, Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে BHIM UPI, Net Banking, Credit Card, Debit card ও SBI Challan -এর মাধ্যমে।
OR
Post a Comment