অনিশ্চয়তায় ২৫৩ বিএড কলেজ | শিক্ষামন্ত্রীর দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম | EduIndia23
অনিশ্চয়তায় ২৫৩ বিএড কলেজ | শিক্ষামন্ত্রীর দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন রয়েছে। শুধু খাতায় কলমে মেলেনি পুনর্নবীকরণের অনুমোদন। অনিশ্চয়তায় রাজের ২৫৩টি বেসরকারি বিএড কলেজ কর্তৃপক্ষ। সোমবার, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম নামক সংগঠন চিঠি দিয়ে দ্বারস্থ হল শিক্ষামন্ত্রী প্রায় ব্রাত্য বসু, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে। সংগঠনের দাবি, রাজ্যের বিএড কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির লিংক দেওয়ার সময় কিছু অসাধু ব্যক্তি কলেজ কর্তৃপক্ষ থেকে টাকা নিয়ে বিভিন্ন কলেজকেই লিংক দিয়ে দিচ্ছে। এতে পড়ুয়াদের ভর্তি ক্ষেত্রে যেমন বিভ্রান্ত তৈরি হচ্ছে। বিএড কলেজগুলিও পড়ছেন সমস্যায়। তদন্ত হয় করে চিহ্নিত করা এবং শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে সংগঠন।
সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে মোট ৬২৪টি বেসরকারি বিএড কলেজের মধ্যে একধাক্কায় ২৫৩টি কলেজের অনুমোদন বাতিল করা হয়। বিএড কলেজগুলিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ছিল না।
সেই বিএড কলেজগুলির অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম সংগঠন নামক সংগঠনের সদস্য মলয় পীট, শান্তিনাথ সরকার, অনিল চক্রবর্তী চিঠিতে উল্লেখ করেন, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তির লিংক দেওয়ার সময় কিছু অসাধু ব্যক্তি সহায়তায় অনুমোদন মেলেনি এমন কলেজগুলি মোটা টাকার বিনিময়ে ওয়েবসাইটে ভর্তির লিংক দিয়ে দিচ্ছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইসি মিটিং ছাড়াই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অনুমতি পাবার পরও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনটিসিই প্রয়োজনীয় নির্দেশিকা মানা । এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র পড়ুয়ারা বিভ্রান্ত হবেন ও উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন শুধু তা নয়। রাজ্যে ২৫৩টি বিএড কলেজ অনিশ্চয়তার মুখে পড়বে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের শিক্ষামন্ত্রী, উপাচার্য ও রেজিস্টার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কাছে চিঠি দিয়ে তদন্তকারী সংস্থা বা ভিজিল্যান্স দিয়ে তদন্ত করারও দাবি জানানো হয়।
Post a Comment