স্টেট ব্যাংকে ৮,২৮৩ পদে ক্ল্যারিকেল ক্যাডারে নিয়োগ | দেখুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত | EduIndia23
কেন্দ্রীয় সরকারের সংস্থা 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট এন্ড সেলস) পদে ৮,২৮৩ জন ছেলেমেয়ে নিচ্ছে।
বিজ্ঞপ্তি নম্বর : CR | 203-24 | 27
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো সময় গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। এ বছর যারা ডিগ্রী কোর্সের ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তাঁরাও আবেদনযোগ্য,তবে ডিগ্রী কোর্স পাস হতে হবে ৩১-১২-২০২৩ এর মধ্যে।
যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে।
বয়স:
বয়স হতে হবে ১-৪-২০২৩ এর হিসাবে ২০-২৮ বছরের মধ্যে। তফসিলি, প্রতিবন্ধী ও ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
বেতনক্রম:
মূল মাইনে ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকা।
মোট শূন্যপদ: ৮,২৮৩ টি ( সমস্ত রাজ্য মিলিয়ে)। এরমধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১১৪ টি। জেনারেল ৪৭, ই ডব্লিউ এস ১১, তফসলি জাতি ২ ,তফসিল উপজাতি ১, ওবিসি ৫ এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রা:স:ক: ২ |
প্রার্থী বাছাই প্রক্রিয়া:
প্রথমে অনলাইন প্রিলিমিনারি (জানুয়ারি নাগাদ), সফল হলে অনলাইনে মেইন পরীক্ষা হবে (ফেব্রুয়ারিতে)।
পরীক্ষা পদ্ধতি :
প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। ১ ঘন্টায় ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন থাকবে। মেইন পরীক্ষায় হবে ২০০ নম্বরের ,১৯০ টি প্রশ্ন থাকবে, সময় দেওয়া হবে ২ ঘণ্টা ৪০ মিনিট। দুটোর ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং রয়েছে। চারটে প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ ই ডিসেম্বর।
আবেদন ফি : ৭৫০ টাকা জেনারেল দের জন্য। বাকিদের আবেদন ফি লাগবে না।
বিস্তারিত দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। https://bank.sbi/careers অথবা https://SBI.co.in/careers click here
Post a Comment