banner

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় সিকিউরিটি স্ক্রীনার নিয়োগ, বেতন 30,000/- টাকা | দেখুন বিস্তারিত

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় সিকিউরিটি স্ক্রীনার নিয়োগ, বেতন 30,000/- টাকা 

AAI Security Screener Recruitment 2023

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় সিকিউরিটি স্ক্রীনার পদে কর্মী নিয়োগ (AAI Security Screener Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনেকেই রয়েছেন যারা এয়ারপোর্ট এর মতো মর্যাদাপূর্ণ স্থানে চাকরি তথা কাজ করতে চান। তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে যেখানে যেকোনো প্রান্ত থেকে আপনি আবেদন জানাতে পারবেন। 

নিয়োগকারী সংস্থা: 

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) তথা AAI এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পদের নাম: 

AAI এর এই নিয়োগের মধ্য দিয়ে সিকিউরিটি স্ক্রীনার (Security Screener) পদে কর্মী নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ: 

AAI এর এই নিয়োগের মধ্য দিয়ে সব মিলিয়ে 906 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।


প্রার্থীর বয়সসীমা: 01/11/2023 এর হিসাব অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।


মাসিক বেতন: প্রার্থীদের নিযুক্ত করার পর প্রাথমিক দিকে ট্রেনিং চলাকালীন সময়ে 15,000/- টাকা স্টাইপেন্ড হিসাবে প্রদান করা হবে।

ট্রেনিং শেষে প্রথম এক বছরের জন্য 30,000/- টাকা মাসিক বেতন, দ্বিতীয় বছরের জন্য 32,000/- টাকা এবং তৃতীয় বছরের জন্য 34,000/- টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।


1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।


2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।


3. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।

4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।


প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,


1. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর সার্টিফিকেট


2. স্নাতক তথা গ্র্যাজুয়েশন এর মার্কশিট এবং সার্টিফিকেট


3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


4. নিজের আধার কার্ড


5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো


6. এবং নিজের সিগনেচার


আবেদনের সময়সীমা: আগামী 08/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

Download notification Click here


কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.