রাজ্য সরকারের উদ্যোগ ৬ হাজার নার্স নিয়োগ হাসপাতালে
রাজ্য সরকারের উদ্যোগ ৬ হাজার নার্স নিয়োগ হাসপাতালে
রাজ্যে ছয় হাজারের বেশি নার্স নিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৬০০০ স্টাফ নার্স নিয়োগ করা হবে। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শূন্য পদে এই নার্স নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এক্ষেত্রে অভিজ্ঞতাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। নির্দেশিতায় পরিষ্কার করে বলা হয়েছে, ভিন রাজ্যের কেউ এই আবেদন করতে পারবেন না। অর্থাৎ শুধু বাংলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গ্রেড টু ক্যাটাগরিতে এই নার্স নিয়োগ করা হবে। আগামী বছরের জুন জুলাই মাস নাগাদ পুরো প্রক্রিয়া শেষ করা হবে। ১৮ থেকে ৩৯ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
অনলাইনে তাদের বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে।
Post a Comment